অমর একুশে
হায়াৎ মামুদ
সময় প্রকাশন
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির ইতিহাস, সেই কালের ঘটনা পরম্পরা অনেকেই লিখেছেন-প্রত্যক্ষদর্শী আন্দোলনকারী বা পরবর্তী কালের পণ্ডিত ও গবেষক। সে-সবের পরেও এই বই 'অমর একুশে' অনন্য। অনন্যতা ঘটনা-উপস্থাপনে, কথনশৈলীতে, বিশ্লেষণে। বইটিতে শুধু ইতিহাস নয়, ধরা পড়েছে সমকালীন সময়ের ছবি। একই সঙ্গে অতীত ও বর্তমানের মেলবন্ধনে আজকের বাঙালির অন্য চেহারা ফুটে উঠেছে।
