কে ফোর্স এস ফোর্স জেড ফোর্স
মেজর রফিকুল ইসলাম, পিএসসি
বাঁধন পাবলিকেশন্স
প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সফর দপ্তরে ১৯৭১ সালের ১১ই জুলাই থেকে দীর্ঘ দশ দিন ব্যাপী সকল সেক্টর কমান্ডারদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সারাদেশে সুষ্ঠুভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা ও মুক্তিবাহিনীকে সুচারুভাবে সন্নিবেশিত করার উদ্দেশ্যে মূল ভূ-খণ্ডকে মোট এগারোটি সেক্টরে বিভক্ত করে প্রতিটি সেক্টরের সীমানা নির্ধারিত করা হয় এবং বাংলাদেশের অভ্যন্তরে গেরিলা ঘাঁটি স্থাপন করে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিয়মিত বাহিনী কর্তৃক পাকসেনাদের অবস্থানে আক্রমণ অব্যাহত রাখার সামরিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এই সামরিক পরিকল্পনা অনুযায়ী প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণি ওসমানী তিনটি নিয়মিত বিগ্রেড গঠনের নির্দেশ দেন। জিয়াউর রহমান, শফিউল্লাহ ও খালেদ মোশাররফের নামের প্রথম ইংরেজী অক্ষর দিইয়ে এই তিনটি বিগ্রেডের নামকরণ করা হয় 'জেড ফোর্স', 'এস ফোর্স' ও 'কে ফোর্স'।
