একটি জাতির জন্ম
মেজর জেনারেল জিয়াউর রহমান
মেজর জিয়ার এই প্রবন্ধটি মূলতঃ আত্মজীবনী ঘরানার।
এই প্রবন্ধের ইন্টারেস্টিং দিক হলো-
* জিয়া নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেনি।
* জিয়া বঙ্গবন্ধুকে বাঙালি জাতির পিতা বলে সম্বোধন করেছেন।
* একাত্তরের মার্চ মাসে সিভিল পোষাক পড়ে পাকিস্তান সেনাবাহিনী বিহারীদের সাথে যুক্ত হয়ে চট্টগ্রামের বিহারী অধ্যুষিত পতেঙ্গা, আগ্রাবাদ, হালিশহর, পাহাড়তলী, লালখানবাজার, চকবাজার, ষোলশহর-অক্সিজেন সংলগ্ন এলাকাগুলোতে বাঙালি গণহত্যা করতো, তার বর্ণনা।