পূর্বদেশ সংগ্রহ (ডিসেম্বর, ১৯৭১ ও জানুয়ারি, ১৯৭২)
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্ট
সংগ্রহ কৃতজ্ঞতাঃ
ন্যাশনাল আর্কাইভস ও ন্যাশনাল লাইব্রেরী, বাংলাদেশ।
এবং
মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক মাহবুবুর রহমান জালাল।
Centre for Bangladesh Genocide Research - CBGR
ন্যাশনাল আর্কাইভস ও ন্যাশনাল লাইব্রেরী, বাংলাদেশ।
এবং
মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক মাহবুবুর রহমান জালাল।
Centre for Bangladesh Genocide Research - CBGR
[এই বইটি অনলাইনে সর্বপ্রথম আমরা আপলোড করি]

পাকিস্তানিদের পক্ষে ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বিপক্ষেই ছিল এই পত্রিকাটির অবস্থান। ১৯৭১ সালের পুরো বছর জুড়েই এটির সংবাদ ও নিবন্ধ ছিল বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশকে ‘তথাকথিত বাংলাদেশ’ বলে অভিহিত করে ও পাকিস্তানি সেনাদের ‘বীর’ হিসাবে আখ্যায়িত করে। যুদ্ধে পাকিস্তানি বাহিনীর আপাত সাফল্য গুলোকেই বড় করে তুলে ধরেছে পত্রিকাটি। স্বভাবতই পাকিস্তানি বাহিনীর মত এই পত্রিকাটিও মুক্তিযুদ্ধ কে প্রকারান্তর ‘পাক-ভারত’ যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ‘ভারতীয় চর’ আখ্যা দিয়ে এসেছে।
কিন্তু ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হবার পর পত্রিকাটি হয়ে ওঠে পুরোদস্তুর বাংলাদেশের পত্রিকা। বাংলাদেশের স্বাধীনতা, সরকার, বঙ্গবন্ধু এবং কখনো কখনো পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞের কথাই হয়ে ওঠে পত্রিকাটির প্রধান উপজীব্য।
এই পত্রিকাটির ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময় প্রকাশিত সংবাদ ও নিবন্ধ এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর ও ১৯৭২ সালের জানুয়ারি মাসে প্রকাশিত কিছু সংবাদ ও নিবন্ধের সংকলন রয়েছে এখানে।