বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগর
রফিকুর রশীদ
ইত্যাদি গ্রন্থ প্রকাশ
[ এই বইটি অনলাইনে প্রথম আমরা আপলোড করি ]
মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা, সীমান্তবর্তী ছায়াসুনিবিড় এক অতি সাধারণ গ্রাম। ১৯৭১ সালের ১৭ এপ্রিল, ইতিহাস এই সামান্য গ্রামটির মাথায় পরিয়ে দেয় মহিমামণ্ডিত নতুন নামের অসামান্য রাজমুকুট - মুজিবনগর। এখানেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথগ্রহণ করে, এখান থেকে সেই সরকার দক্ষ হাতে দেশ পরিচালনা ও দখলদার পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সাহসিকতাপূর্ণ মুক্তিযুদ্ধ পরিচালনা করে এবং দীর্ঘ ন' মাসব্যাপী বীরত্বপূর্ণ লড়াই শেষে ছিনিয়ে আনে বিজয়সূর্য।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানতে হলে অত্যন্ত অপরিহার্য হয়ে ওঠে একাত্তরের মুজিবনগরকে জানা। এই গ্রন্থটি মাঠপর্যায়ে ঘুরে ঘুরে একেবারে শেকড়-সন্ধানী তথ্যাবলি সংগ্রহ করে গ্রন্থাকারে প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুজিবনগরের সার্বিক অবদান মূল্যায়নের প্রয়াস।
- বইয়ের ফ্ল্যাপ থেকে