হু কিল্ড মুজিব
এ. এল. খতিব
আবিষ্কার পাবলিকেশন
আবিষ্কার পাবলিকেশন
বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা, যিনি গোটা জাতিকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে চেতনার সেই শীর্ষবিন্দুতে নিয়ে যান, যে শীর্ষবিন্দুতে দাঁড়িয়ে বাঙালি জাতি স্বাধীনতা-ভিন্ন বিকল্প কিছুর চিন্তাও করেনি; যে চেতনা নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র যুদ্ধে প্রাণিত করেছিলো এবং নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশলক্ষ প্রাণ, দুইলক্ষ মা-বোনের সম্ভ্রম ও গোটা জাতির সীমাহীন দুর্ভোগের মূল্যে কেনা বিজয়ের গৌরবে ভাস্বর করে তুলেছিলো; তারই মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান বিজয়ের মাত্র সাড়ে তিন বছরের মাথায় কতিপয় ষড়যন্ত্রকারী উচ্চাভিলাষী সেনাকর্মকর্তার হাতে সপরিবারে শহীদ হন। আপাতদৃষ্টিতে ১৯৭৫-এর ১৫ই আগস্টের দুর্ঘটনাটি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা হলেও এর সাথে নানান আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র ক্রিয়াশীল ছিলো বলেই জানা যায়। বাঙালি জাতি যে চেতনায় ১৯৭১-এ মুক্তিযুদ্ধ করেছিলো, ১৫ই আগস্টের সেই পৈশাচিক ঘটনার পর জাতি যেন হঠাৎ কক্ষচ্যুত হয়ে পড়লো, হঠাৎ যেন বিপরীত স্রোতে এগিয়ে যেতে চাইলো; চললো স্বার্থোদ্ধার আর ক্ষমতালিপ্সার নানা ষড়যন্ত্র, চললো ইতিহাস বিকৃতির অপসংস্কৃতির কৌশল; কিন্তু ষড়যন্ত্রকারীরা ভুলে গিয়েছিলো, ইতিহাস তার নিজের নিয়মেই চলে এবং যা ইতিহাসের অনুষঙ্গ তা কোথাও না কোথাও অবিকৃত অবস্থায়ই থেকে যায়। অনুসন্ধানী মানুষ তাকে ঠিক খুঁজে পায়।