বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

অজানা একাত্তর, রক্তাক্ত পদ্মা – আনোয়ার শাহিদ খান

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ 

অজানা একাত্তর, রক্তাক্ত পদ্মা

আনোয়ার শাহিদ খান

সুবর্ণ 

২৫ মার্চ ১৯৭১ সালে ‘অপারেশন সার্চলাইট’ নামে
পাকিস্তানি বর্বর সেনাবাহিনী বাংলাদেশের নিরীহ
নিরস্ত্র জনগণের উপর নির্বিচারে শুরু করে গণহত্যা,
অগ্নি সংযােগ ও লুটতরাজ ।

পদ্মা সুরখ হ্যায় (রক্তাক্ত পদ্মা) লেখক পশ্চিম
পাকিস্তানি আনােয়ার শাহিদ খান তখন ঢাকা
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। প্রত্যক্ষ করেছেন
পাকিস্তানিদের নির্মম অত্যাচার হত্যাযজ্ঞ। তাঁর
অন্যতম বন্ধুর পরিবারের সাথে সে তাদের গ্রামের
বাড়ীতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অবস্থান গ্রহণ
করেন। সেখানেও সে প্রত্যক্ষ করে পাকিস্তানি
নির্যাতনের ভয়াবহ কর্মকান্ড। কয়েক মাস পর
আনােয়ার শাহিদ খান পশ্চিম পাকিস্তানে ফিরে যান।
পরবর্তী সময়ে লাহােরের দৈনিক ‘মুসাওয়াত’
পত্রিকায় চাক্ষুষ বিবরণ ধারাবাহিক ভাবে লিখে পশ্চিম
পাকিস্তানি জনসাধারণকে জানাচ্ছিলেন।
শুরু হয় তােলপাড়।

এতাে বড় গণহত্যার ভয়াবহ অভিজ্ঞতা তাঁকে অস্থির
করে রেখেছিলাে। কিন্তু বিষয়টার প্রতি তিনি ছিলেন
অত্যন্ত সিরিয়াস, নৈর্ব্যক্তিক ও আবেগবর্জিত।

সেই লেখাগুলাে বাংলা ভাষায় রূপান্তর করেছেন তারই
বাংলাদেশী বন্ধু হাসান মাহমুদ।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Back to top button