পরিচিতি

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ

MuktiJuddho e-Archive

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ হলো মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ক ডিজিটাল পাবলিক লাইব্রেরি।

মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সাংবিধানিক আর্দশ তথা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সম্পদের সুষম বন্টন ও কল্যাণমূলক বাঙালি জাতীয়তাবাদকে ধারণ ও প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার  অপচেষ্টাকে রুখে দেয়ার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও আর্দশ ধারণ, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, বিকৃতিরোধ ও প্রচার নিয়ে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ কাজ করে যাচ্ছে।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।  তখন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ পাঠাগার ও গবেষণা কেন্দ্র’ নামে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করেছিল। পরবর্তীতে ২০১৬ সালের মার্চ মাসে প্রতিষ্ঠানটি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্ট’ নামে নিবন্ধিত হয়। ২০১৪ সালের ০৪ মে অনলাইনে ডিজিটাইজড আর্কাইভ হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১৬ সালের ১৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে ভিজিটর সংখ্যা বর্তমানে ০১ কোটিরও অধিক।

মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির তাঁবেদারদের প্রায় তিন দশকের শাসনামল এবং বাংলাদেশে আর্থসামাজিক ও রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শধারীদের পুর্নবাসিত হবার সুযোগের ফলে মুক্তিযুদ্ধের ইতিহাসের যে ভয়াবহ বিকৃতি ও মুক্তিযুদ্ধের চেতনার যে মারাত্মক অবক্ষয় হয়েছে, তা প্রতিরোধে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ ও চেতনা চর্চার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক কনটেন্ট প্রান্তিক পর্যায়ে সুলভ করতে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ কাজ করছে। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ সম্পূর্ণ অবাণিজ্যিক, অলাভজনক ও অনার্থিক একটি নাগরিক উদ্যোগ।

মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত হোক বাঙালি।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ গণপাঠাগারের ডিজিটাল ভার্সন মাত্র, গণপাঠাগারে গিয়ে সবাই যেমন বই পড়ে, তেমন ভাবে এখানেও পড়বে। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে থাকা বইগুলো ডাউনলোড যোগ্য নয়, বইগুলো কেবলমাত্র পড়ার জন্যে উন্মুক্ত করে দেয়া হয়েছে।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ একটি অবাণিজ্যিক, অলাভজনক ও অনার্থিক নাগরিক উদ্যোগ।
মুক্তিযুদ্ধের ইতিহাস হোক উন্মুক্ত।

আমাদের ডোমেইনসমূহঃ

www.liberationwarbangladesh.org

www.liberationwarbangladesh.com

www.liberationwarbangladesh.net

এই লক্ষ্যে ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছেঃ

  • মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি।
  • মুক্তিযুদ্ধের ছবির সংগ্রহশালা।
  • বাংলাদেশ নিউজপেপার আর্কাইভ।
  • ৭১’এর গণহত্যা ও নির্যাতন আর্কাইভ।
  • মুক্তিযুদ্ধ পাঠশালা।
  • মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রকাশনা কেন্দ্র।

মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরিঃ

মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টাকে ব্যর্থ করতে ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দিতে এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও আর্দশের চর্চার লক্ষ্যে ২০১৪ সালের ০৪ মে ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’ যাত্রা শুরু করে। ২০১৭ সালের শেষার্ধে এই উদ্যোগকে ‘মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি’ নামকরণ করা হয়।

‘মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি’ হলো মুক্তিযুদ্ধের বই, দলিল, ডকুমেন্টারি, ভিডিও ফুটেজ, চলচ্চিত্র, অডিও ও ছবির একটি ডিজিটাল লাইব্রেরী; যা পাঠকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত।

মুক্তিযুদ্ধের ছবির সংগ্রহশালাঃ

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাব্বির হোসাইনের ব্যাক্তিগত সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধ ও এসম্পর্কিত দেশি-বিদেশি ফটোগ্রাফারের তোলা প্রায় ০৫ হাজার হাই কোয়ালিটি ছবি ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের’ মাধ্যমে জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত করা হলো।

বাংলাদেশ নিউজপেপার আর্কাইভঃ

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সংক্রান্ত দেশীয় ও আন্তর্জাতিক পত্রিকার ডিজিটাইড আর্কাইভ।

৭১’এর গণহত্যা ও নির্যাতন আর্কাইভঃ

একাত্তরের গণহত্যা ও নির্যাতন সম্পর্কিত ‘দলিল-বই-ছবি-ডকুমেন্টারি-ভিডিও-অডিও’ নিয়ে নির্মিত একটি এভিডেন্সিয়াল আর্কাইভ।

মুক্তিযুদ্ধ পাঠশালাঃ

‘মুক্তিযুদ্ধ পাঠশালা’ অডিও ডকুুমেন্টারির মাধ্যমে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস প্রচারের কাজ করছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রকাশনাঃ

‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের’ মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা ও প্রকাশনা সংক্রান্ত বিভাগ।

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Back to top button