কৈফিয়ত

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

কোন লাইব্রেরি বা গ্রন্থাগার বা পাঠাগারে যেয়ে পাঠক বিনামূল্যে বই পড়তে পারেন কিন্তু তা সঙ্গে করে নিয়ে আসতে পারেন না, ঠিক তেমনি অনলাইন লাইব্রেরিতে এসে পাঠক অনলাইনে বিনামূল্যে বই পড়তে পারেন কিন্তু তা ডাউনলোড করতে পারেন না। মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ এই বিষয়টিকে বিবেচ্য ধরে কাজ করছে।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে যে সকল কনটেন্ট আছে, তা অনলাইনে ও অফলাইনে বিভিন্ন মানুষের শেয়ার করা কনটেন্ট। আমরা শুধুমাত্র তা এক করে অনলাইনে ডিজিটাইজ করে রেখেছি যেন প্রান্তিক পর্যায়ে মুক্তিযুদ্ধের পাঠ পৌঁছে যায় এবং লেখক-গবেষক সহজেই মুক্তিযুদ্ধের কনটেন্ট খুঁজে পান।

৭৫-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যাকান্ডের মধ্য দিয়ে পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামাত-সামরিক শাসক-ধর্মভিত্তিক রাজনৈতিক দল-সুবিধাবাদী শ্রেণি মুক্তিযুদ্ধের চেতনা ও চর্চা ধুলিস্মাৎ করে দিতে চেয়েছিল। এবং তারা বাংলাদেশের জাতীয় জীবনে তা করতে সফলও হয়েছিল। মুক্তিযুদ্ধের ইতিহাসের ম্যাসিভ বিকৃতি ও বাঙালির রাজনৈতিক অবক্ষয় এর বড় প্রমাণ।

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ এই অচলায়তনকে ভেঙে মুক্তিযুদ্ধের চেতনা ও চর্চাকে প্রতিষ্ঠা করার প্রয়াসে একটি নাগরিক উদ্যোগ।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ সম্পূর্ণ অনার্থিক ও অবাণিজ্যিক নাগরিক প্রতিষ্ঠান।
মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের একমাত্র লক্ষ্য – মুক্তিযুদ্ধের পাঠকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া।

তারপরও যদি কোন লেখক-প্রকাশকের কোন কনটেন্টের প্রচার নিয়ে আপত্তি থাকে, তা আমাদের অবহিত করুন। আমরা তা সরিয়ে নেবো ই-আর্কাইভ থেকে।

বাঙালির রাজনৈতিক নৈতিকতার যে অবক্ষয়, ধর্মান্ধ শক্তির যে অপ-উত্থান, তার বিরুদ্ধে আমাদের সংগ্রামের একমাত্র সম্বল হলো মুক্তিযুদ্ধের চেতনার চর্চা।
এই লক্ষ্যেই মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের পথ চলা।
শুধুমাত্র এটুকুই অনুরোধ – মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের স্বার্থে আমরা মনে হয় সবাই একটু উদার হতেই পারি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Back to top button