কৃতজ্ঞতা

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

অবদান স্বীকার

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের’ চলার পথে একটিভিস্ট দেওয়ান মাবুদ আহমেদ, মুক্তিযোদ্ধা রেজাউল কবির বাদল, শিক্ষক এম নাঈম খান, উন্নয়নকর্মী লেনিন খান, চিকিৎসক মুহম্মদ গোলাম সরোয়ার, চিকিৎসক সুতপা সাহা, গবেষক ড. সুকমল মদোক, শিক্ষক জিয়া আরেফিন আজাদ, কর্পোরেট চাকুরিজীবী সায়েমুর রহমান, প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া তালুকদার, প্রকৌশলী আদিল মাহমুদ ও পূবালী ব্যাংক লিমিটেড বিভিন্ন সময় সদস্য হিসেবে আর্থিকভাবে অবদান রেখেছেন।

২০০৭ সালে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের প্রাথমিক কাজ শুরু করেন সাব্বির হোসাইন।

২০১৪-২০১৭ সালে এম. আই. খান, এস. এ. খান ও দেওয়ান মাবুদ আহমেদ মুক্তিযুদ্ধ ই আর্কাইভে সহ-প্রতিষ্ঠাতা (১ম দুজন), এডমিন ও ট্রাস্টি (২য় দুজন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁদের শ্রম ও অবদান মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছে।

শান্তা আনোয়ার ০৯ অক্টোবর, ২০১৬ থেকে ০৫ জুন, ২০২১ পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন; ০৫ জুন, ২০২১ তারিখে শান্তা আনোয়ারকে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের সকল দায়িত্ব ও সংশ্লিষ্টতা থেকে অব্যাহতি দেয়া হয়।

মুক্তিযোদ্ধা শেখ মো. কাশেম – খুলনা, গণহত্যা গবেষক ডা. এম. এ. হাসান, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা লেখক-সাংবাদিক-গবেষক মোস্তফা হোসেইন, আণবিক বিজ্ঞানী ডক্টর এমএম হুসাইন, লেখক-সাংবাদিক শওকত বাঙালি, শহিদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, লেখক-সাংবাদিক সাব্বির খান, একটিভিস্ট শওকত খান, মুক্তিযুদ্ধ গবেষক মাহবুবুর রহমান জালাল, যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের একটিভিস্ট অমি রহমান পিয়াল, ড. রায়হান রশীদ, গবেষক ওমর শেহাব, মাশুকুর রহমান, সুইডেন প্রবাসী প্রকৌশলী সাইফুর মিশু, purposesother, সুমন মাহমুদ, ড. সাজ্জাদুর রহমান, গবেষক সত্যজিৎ রায় মজুমদার, গবেষক তপন পালিত, গবেষক মামুন সিদ্দিকী, সাংবাদিক নির্ঝর মজুমদার, আইনজীবী নিঝুম মজুমদার, প্রকৌশলী রিটন খান, সংগঠক উজ্জ্বল দাশ, প্রকৌশলী মোহাম্মদ সাহেদ হোসেন, প্রীতম দাস, বাপ্পাদিত্য চৌধুরী ও চট্টগ্রামের ছাত্রনেতা সুমিত চৌধুরী সহ আরো অনেকে আকাডেমিক, সমর্থনমূলক ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

জন্মযুদ্ধ, ICSF-এর ওয়েবসাইট, আমার বই ডটকম, গ্রন্থ ডটকম, দেশের বই ব্লগস্পট ডটকম, আমার ব্লগের ইবুক সংগ্রহশালা, বাংলা গ্যালারি ডটকম ও অনলাইনে মুক্তিযুদ্ধের বিভিন্ন বই, দলিল, ডকুমেন্টারি, ভিডিও, অডিও, মুভি, ছবি আপলোড করেছেন এমন ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কাছে আমরা কৃতজ্ঞ।

মারুফ হোসেন, মশিউর রহমান, বিপুল, বিপাশা, তাহমিনা, মাহিদুল ইসলাম নকিব, প্রিয়তোষ, লাবন্যা বড়ুয়া টেকনিক্যাল সহযোগিতা করেছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক আমাদের উদ্যোগগুলো বাস্তবায়ন করতে আমাদের যাঁরা উৎসাহ যুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, মুক্তিযুদ্ধের বই-ছবি-দলিল-ডকুমেন্টারী সহ নানান কনটেন্ট সরবরাহ করেছেন, সহযোগিতা করেছেন ও সাথে থেকে কাজ করেছেন তাঁদের এবং আমাদের সকল পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কনটেন্টের পরিচিতিমূলক ভূমিকার লেখকদের প্রতি কৃতজ্ঞতাঃ

মুক্তিযুদ্ধ ই-আর্কাইভে সংরক্ষিত অনেক কনটেন্টের বর্ণনা গুডরিডস ও অনলাইন হতে সংগ্রহীত। কনটেন্টের বর্ণনার মূল লেখকদের প্রতি আকন্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Back to top button