চৌধুরী খালেকুজ্জামান

চৌধুরী খালেকুজ্জামানের জন্ম রংপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের দামোদরপুর গ্রামে ২৫ অগ্রহায়ণ, ১৩৫৮-তে। রংপুর জেলা স্কুল, কারমাইকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। রসায়নশাস্ত্রে করেছেন এমএসসি। ১৯৭৮-এ ঝিনাইদহ ক্যাডেট কলেজে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু। ১৯৮১-তে বিসিএস কর ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে কর একাডেমীর মহাপরিচালক হিসেবে ২০০৬-এ স্বেচ্ছা অবসর গ্রহণ করেন। সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি করেছেন। ছাত্রাবস্থায় কারমাইকেল কলেজ রংপুরের ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন। সুদীর্ঘ সময় দেশের পেশাজীবী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে নিজেকে রাজনীতিতে জড়িয়েছেন। ২০১০ সালে বাংলাদেশ আওয়ামীলীগের ১৮ তম কাউন্সিলে ১ম বার কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য হন, পরে ২০১৬ সালে ২০ তম কাউন্সিল ও সর্বশেষ ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বরের ২১ তম কাউন্সিলে তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হন। ছাত্রজীবনে ছোট গল্প (প্রথম গল্প ইত্তেফাকে, ১৯৬৮সালে), কবিতা দিয়ে লেখালিখি শুরু। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ, শিক্ষা, জনপ্রশাসন বিষয়ে বিস্তর লেখালিখি করেছেন। আবহমান (প্রথম খণ্ড : ত্রিস্রোতা) তাঁর দীর্ঘ ১২ বছরে লেখা (জানুয়ারি, ১৯৯৮-জানুয়ারি, ২০১০) প্রথম উপন্যাস।

Back to top button