মে. জে. মনজুর রশীদ খান

মেজর জেনারেল মনজুর রশীদ খান

মনজুর রশীদ খান (মেজর জেনারেল অবঃ) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক কর্মকর্তা। মনজুর রশীদ খান ১৯৩৯ সালে বর্তমান গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। মনজুর রশীদ খান ১৮ এপ্রিল ১৯৬৪ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করে ১৯৬৫ ও ১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের শিয়ালকোট পাকিস্তান-ভারত যুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭১ সাল থেকে মুক্তিযুদ্ধের সময় সহ আড়াই বছর পাকিস্তানে ছিলেন। ১৯৭৩ সালে বাংলাদেশে ফিরে বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ রাইফেলস ও সেনা সদর দপ্তর, দুটি আর্টিলারি ও পদাতিক ব্রিগেডের কমান্ডারের দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হয়ে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথমে রাষ্ট্রপতি জেনারেল এরশাদ এবং পরে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের সামরিক সচিব হিসেবে ছিলেন তিনি। ১৯৯০ সালে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে ভূমিকা রাখেন তিনি। ১৯৯৫ সালে তিনি অবসর গ্রহণ করেন।

Back to top button