সি এম তারেক রেজা

একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি তুলনা করা হয় মহাকাব্যের সঙ্গে, তাহলে এখনো অনেক পঙিক্ত আমাদের অপঠিত রয়ে গেছে। যদি তুলনা করা হয় মহাসমুদ্রের সঙ্গে, তার সামান্য অংশই স্পর্শ করা গেছে। যাঁরা গবেষক, পণ্ডিত, অনুসন্ধিৎ সু মানুষ, তাঁদের নিরন্তর সাধনা ও শ্রমে নতুন নতুন তথ্য বের হয়ে আসছে। একটি জাতির নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের রয়েছে বিভিন্ন দীর্ঘ পটভূমি ও শুরু, রয়েছে স্তর ও পরিণতি, রয়েছে চূড়ান্ত বিজয়। এসব একক ব্যক্তির পক্ষে ধারণ করা সম্ভব না হলেও কোনো কোনো দুঃসাহসী মানুষ সেই চেষ্টাও করেছেন। তাঁদেরই একজন চৌধুরী মোহাম্মদ তারেক রেজা বা সি এম রেজা (১৯৬২ – ৬ মে ২০০৭)। তাঁর প্রথম প্রকাশনা একুশ-এ বিধৃত হয়েছে ভাষা আন্দোলনের সচিত্র ইতিহাস, কথা ও ছবির বিন্যাস। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন বিজয় কেতন ও সংগ্রাম থেকে স্বাধীনতা নামে। মুক্তিযুদ্ধ জাদুঘর ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের মহান স্বাধীনতাসংগ্রামের সব প্রয়াসেই নিজেকে যুক্ত রেখেছেন তিনি। এই নিরলস কর্মীর শেষ প্রয়াস একাত্তর: বিজয়ের সেই ক্ষণ। দুর্ভাগ্য, প্রকাশনাটি তিনি দেখে যেতে পারেননি; যখন অ্যালবামের কাজ চূড়ান্ত করে এনেছেন, তখনই তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। মৃত্যুর এক দিন আগে সি এম রেজা এই কর্মভার তুলে দেন নিমফিয়া পাবলিকেশন্সের হাতে।

Back to top button