বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

অপারেশান জ্যাকপট – মানচিত্রায়ন এবং গুরুত্ব বিশ্লেষণ – ড. বিবি হাফছা

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

অপারেশান জ্যাকপট – মানচিত্রায়ন এবং গুরুত্ব বিশ্লেষণ

ড. বিবি হাফছা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ সমীক্ষণ ৩৭:২০১৮

ব্রাউজারে পড়তে এখানে ক্লিক করুন

অপারেশন জ্যাকপট ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নৌ-মুক্তিযোদ্ধাদের কতৃক পরিচালিত একটি শতভাগ সফলতম অপারেশন। এই অপারেশনের মাধ্যমে পাকসেনাদের হতচকিয়ে দেয় মুক্তিযোদ্ধারা এবং বিশ্বের দরবারে বাংলাদেশের যুদ্ধ সম্পর্কে পরিচয় পায়। এই রকম অনেক সফল অভিযানের ফল আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের এইসব বীরত্বের ইতিহাস, সফলতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়া এই গবেষণার উদ্দেশ্য। নয়তোবা এই সব ইতিহাস কালের গহ্বরে বিলীন হয়ে যাবে। এই গবেষণাটি দ্বিতীয় পর্যায়ের তথ্য থেকে সাহিত্য পর্যালোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করে Arc Map এর মাধ্যমে মানচিত্রে এই অপারেশনের যাত্রাপথ প্রদশর্ন করা হয়েছে এবং বিভিন্ন ভৌগোলিক নিয়ামক কিভাবে এই অপারেশন সম্পর্কিত তাও আলোচনা করা হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধ বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন এবং এই অপারেশন নৌ-গেরিলাদের শতভাগ সফল একটি অপারেশন।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button