বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

আলোকিত নারীদের স্মৃতিতে মুক্তিযুদ্ধ – জেবউননেছা

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

আলোকিত নারীদের স্মৃতিতে মুক্তিযুদ্ধ

জেবউননেছা

প্রান্ত প্রকাশন

২০১২

পড়ার লিংক

“আলোকিত নারীদের স্মৃতিতে মুক্তিযুদ্ধ” গ্রন্থটি একটি স্মৃতিকথামূলক সম্পাদিত গ্রন্থ। দেশের স্বনামধন্যা কয়েকজন আলোকিত নারী তাঁদের স্মৃতির মালা গেঁথেছেন উক্ত গ্রন্থে। ‘আলোকিত নারীদের স্মৃতিতে মুক্তিযুদ্ধ’ এসেছে কখনও দু:খ হয়ে, কখনও অস্ত্র হয়ে, কখনও বীভৎস স্মৃতি হয়ে|

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

One Comment

  1. “মুক্তিযুদ্ধ” একটি উজ্জ্বল ইতিহাস। বাংলার আপামর জনগণ ১৯৭১ এ একই মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশ স্বাধীন করার জন্য কাপিয়ে পড়েছিল দীর্ঘ নয়মাস যুদ্ধ শেষে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা। যে স্বাধীন পতাকা এ দেশের কথা বলে কথা বলে স্বাধীনতা সার্বভৌমত্বের। তাইতাে বীর মুক্তিযােদ্ধা জালাল উদ্দিন রুমী লিখেছেন

    “সবুজ বাংলায় ভােরের আকাশ ভােরের আকাশে লাল সূর্য, শহীদের রক্তে যেন আঁকা আমাদের বিজয় পতাকা।”

    আমাদের বিজয় পতাকা একটি ইতিহাস। যে ইতিহাস পৃথিবীতে অনেক দেশ সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছে। কি এমন কোন দেশ নেই যারা ভাষার জন্য যুদ্ধ করেছে, প্রাণ দিয়েছে। বাঙালী জাতি একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে । আমি সশ্রদ্ধ চিত্তে সে সকল শহীদদের সালাম জানাই, যারা ১৯৫২ এর রক্তঝরা একুশে নিজেদের অমর করেছেন। অত:পর সশ্রদ্ধ সালাম আর ভক্তি জানাই এদেশের ত্রিশ লাখ শহীদদের। যাদের আত্মত্যাগ আর শ্রমের ফসল আমাদের সবুজ দেশ বাংলাদেশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button