৭১’এর জেনোসাইড ও নির্যাতন আর্কাইভঅডিও-ভিডিওসকল কনটেন্ট
Trending

আল বদর (A Killing Squad of Pakistan Army)

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

আল বদর (A Killing Squad of Pakistan Army)

ফাখরুল আরেফীন

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের প্রামাণ্য দলিল এই তথ্যচিত্র।

আল‌-বদর বাহিনী বাঙালির বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানবতাবিরোধী অপরাধ সংঘটন করেছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে।

আল বদর বাহিনী গঠিত হয়েছিল তৎকালীন ইসলামি ছাত্র সংঘের সদস্যদের নিয়ে, ইসলামি ছাত্র সংঘের বর্তমান নাম ইসলামি ছাত্র শিবির।

মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী এই বাহিনী স্বাধীনতাকামী বাঙালিকে দমন করতে মেতে ওঠে খুন, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধে।

আল-বদর বাহিনীর মানবতাবিরোধী অপরাধীদের সংঘটিত মানবতাবিরোধী বিভিন্ন তথ্যসংবলিত দলিল নিয়ে প্রকাশিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button