বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন – আসাদুজ্জামান আসাদ

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন

আসাদুজ্জামান আসাদ

আগামী প্রকাশনী 

পড়ার লিংক 

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাবাহিনী এদেশে কি নারকীয় অত্যাচার ও ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, গণহত্যা আর নারী নির্যাতনের যে লোমহর্ষক নজির স্থাপন করেছিল – এই বই থেকে পাঠকেরা সে বিষয়ে ধারণা লাভ করতে পারবেন। কত মানুষকে তারা নির্বিচারে হত্যা করেছে, কত নারীর সম্ভ্রম হরণ করেছে, কতজনকে চিরতরে পঙ্গু করেছে, কত নারীকে করেছে বিধবা, কত মা-বাবাকে করেছে সন্তানহারা, কত পিতাকে পুত্র হারা আর কত শহর, বন্দর, নগর ও জনপদ পাক-দস্যুরা ধ্বংসস্তূপে পরিণত করেছে, তার বিবরণ পড়তে পড়তে বিচলিত না হয়ে পারা যাবে না।

– বইটি সম্পর্কে ড. আনিসুজ্জামান।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button