বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

কর্নেল হুদা ও আমার যুদ্ধ – নীলুফার হুদা

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

কর্নেল হুদা ও আমার যুদ্ধ

নীলুফার হুদা

প্রথমা

২০১১

পড়ার লিংক

উত্থান-পতনে ঠাসা মুক্তিযোদ্ধা কর্নেল খন্দকার নাজমুল হুদার সংগ্রামী জীবন। আগরতলা মামলার আসামি ছিলেন। জেল থেকে বেরোনোর কিছুদিন পর শুরু হলো মুক্তিযুদ্ধ। তিনি ঝাঁপিয়ে পড়লেন সেই যুদ্ধে। স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সপরিবারে। বিপর্যস্ত বাংলাদেশে রাজনৈতিক টালমাটাল সেই সময়ে নিহত হলেন কর্নেল হুদাও। কর্নেল হুদার স্ত্রী নীলুফার হুদা কাছ থেকে দেখেছেন কর্নেল হুদার এই জীবনসংগ্রাম। সেই জীবনসংগ্রামের একান্ত শরিক ছিলেন তিনিও। নিজের কলমে সত্যনিষ্ঠ বয়ানে সেই সব কথা লিপিবদ্ধ করেছেন তিনি।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button