বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

জার্নাল ৭১ – বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ 

জার্নাল ৭১

বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর

সময় প্রকাশন

১৯৭৩

পড়ার লিংক

বক্তব্য একটাই : স্বাধীনতা।

বারে বারে ঘুরে ঘুরে বলা, বারে বারে ঘুরে ঘুরে আসা, যেন স্তব যেন তীর্থ; আমরা দিনে কিংবা রাত্রে, কাজে কিংবা অবসরে, মিছিলে কিংবা আলাপে স্তব করে চলি : স্বাধীনতা; আমরা তীর্থযাত্রী : স্বাধীনতার।

ভোরে উঠি, জানালায় সে; কাজের যাই, কাজের পাশে সে; খেতে বসি, সামনে সে; মিছিলে, চারপাশে সে; গুলী বর্ষণের মধ্যে, দীপ্ত সে; এভাবেই স্বাধীনতা আমাদের ঘিরে আছে, স্বাধীনতার মধ্যে আমরা বেড়ে উঠি।

রক্ত নির্ধারিত, মৃত্যু অনিবার্য, তবু স্বাধীনতা; ধ্বংস সত্য, সর্বনাশ নিশ্চিত, তবু স্বাধীনতা।

আমি এবং পূর্বপুরুষেরা কয়েদি, তাই স্বাধীনতা; আমি এবং পূর্বপুরুষেরা বিদ্রোহী, তাই স্বাধীনতা। স্বাধীনতা উপায় আমি থেকে আমরায় আসার; যেন আমরা কথা বলি ভয় পিছু হটে যায়, যেই আমরা জয়ধ্বনি তুলি শহরের শবাচ্ছাদন দূরে উড়ে যায়; আমাদের যত শব্দ আছে সবকিছুতে ধ্বনিত স্বাধীনতা।

স্বাধীনতা এক বিশুদ্ধ ক্রোধ। স্বাধীনতা এক অপ্রকাশিত ভালোবাসা। স্বাধীনতা এক সিংহের বিচরণ। আমি এবং পূর্বপুরুষেরা, আমরা এসবই। (লেখকের কথা)

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button