বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

পরাজয়ের সাক্ষী – সিদ্দিক সালিক

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ 

পরাজয়ের সাক্ষী

সিদ্দিক সালিক 

নিয়াজীর আত্মসমর্পণের দলিল সিদ্দিক সালিক প্রণীত উইটনেস টু সারেন্ডার গ্রন্থের বাংলা অনুবাদ। লেখক পাকিস্তান সেনাবাহিনীতে আসার আগে লাহাের বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন। সাংবাদিকতার সাথেও ছিলেন কিছুকাল জড়িত। পাকিস্তান সেনাবাহিনীতে মেজর পদে উন্নীত হবার পর সাবেক পূর্ব-পাকিস্তানে তিনি বদলি হয়ে আসেন লেফটেন্যান্ট জেনারেল। সাহেবজাদা ইয়াকুব খানের জনসংযােগ অফিসার হিসেবে। পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান এবং লেফটেন্যান্ট জেনারেল এএকে নিয়াজীর জনসংযােগ। অফিসারের দায়িত্ব পালন করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমগ্র সময়কাল তিনি জেনারেল নিয়াজীর পাশেই ছিলে। এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে পাকসামরিক জান্তার চক্রান্ত তিনি । খুব কাছ থেকেই দেখেছেন। তারই বস্তুনিষ্ঠ বিবরণ নিয়াজীর। আত্মসমর্পণের দলিল। সিদ্দিক সালিক সাবেক পূর্ব-পাকিস্তানের ওপর পশ্চিম-পাকিস্তানের শােষণের অভিযােগের সত্যতা অকুণ্ঠচিত্তে স্বীকার করেছেন। পাশাপাশি তিনি একজন অনুগত পাকিস্তানি ছিলেন বলে বাংলাদেশের মাটিতে পাকবাহিনীর বিপর্যয়ে এতে। তার আর্তচিৎকার ধ্বনিত হয়েছে। পুস্তকটি সচেতনমনস্ক পাঠকের আগ্রহ সৃষ্টি করতে পারবে বলে আমাদের বিশ্বাস।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button