বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

পোড়া মৃতদেহের রাজনীতি ও সময়ের গল্প – সাব্বির খান

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

পোড়া মৃতদেহের রাজনীতি ও সময়ের গল্প

সাব্বির খান

অনিন্দ্য প্রকাশ

২০১৭ 

পড়ার লিংক

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর জেনারেল জিয়া ও এরশাদ মুক্তিযুদ্ধের চেতনাকে সাংবিধানিকভাবে সমাধিস্থ করেছিলেন।
যার পরিণতিতে ‘৭১-এর গণহত্যাকারী, মৌলবাদী ও সাম্প্রদায়িক জামায়াতে ইসলামীর রাষ্ট্রক্ষমতায় অংশীদারীত্ব, শতাধিক মৌলবাদী জঙ্গি সংগঠনের জন্ম ও বিস্তার, বাংলাদেশকে ‘মুসলিম ব্রাদারহুড’ ও ‘আয় কায়দা’র আন্তর্জাতিক জেহাদী বলয়ের সঙ্গে সংযুক্তিকরণ এবং জঙ্গিবাদের সাম্প্রদায়িক উত্থান।

‘হাসিনা সরকার’ জেনারেলদ্বয় ও খালেদা জিয়ার রেখে যাওয়া আবর্জনা পরিষ্কারে কাজ করছেন বিরামহীনভাবে ৷
যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গি ও মৌলবাদ দমনের পাশাপাশি দেশোন্নয়নের কাজও এগিয়ে চলছে সমান গতিতে।
একাজে বাঁধা আসছে ভেতর ও বাহির থেকে।
তারই ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ‘রাজনৈতিক আখ্যায়’ এখনো পোড়ে ‘দেশ ও মানুষ’।

পঁচান্তর পরবর্তী বাংলাদেশে এসেছে একটি নতুন প্রজন্ম। স্বাধীনতাবিরোধীরা এই প্রজন্মের বেড়ে ওঠাকে ব্যাহত করতে অব্যাহত রেখেছে “পোড়া লাশের” দেশবিধ্বংসী রাজনীতি। অসাংবিধানিক মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে কালের সাক্ষীস্বরূপ এই বইয়ের প্রতিটি শব্দ বঙ্গবন্ধুর “সোনার বাংলা” গড়ার উদ্বাত্ত আহবানের ‘শিলালিপিম্বরূপ’। (ফ্ল্যাপ থেকে)

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button