বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

বসন্ত ১৯৭১ – ফারুক আজিজ খান

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ

বসন্ত ১৯৭১ঃ মুজিবনগর সরকারের কেন্দ্র থেকে দেখা মুক্তিযুদ্ধ

ফারুক আজিজ খান

অনুবাদঃ  আসজাদুল কিবরিয়া

প্রথমা প্রকাশন

২০১৫

৮ নম্বর থিয়েটার রোড, কলকাতা। একদা অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিনের বিলাসবহুল বাড়ি। কিন্তু ভবনটি কোনো সরকারের সচিবালয়ের জন্য যথেষ্ট বড় নয় মোটেও। তারপরও ১৯৭১ সালে বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামারুজ্জামানের কার্যালয় ছিল এই ভবনেই। এখান থেকেই পরিচালিত হয়েছে প্রবাসী বাংলাদেশ সরকার, যা মুজিবনগর সরকার হিসেবে পরিচিত। সেই মুজিবনগর সরকারের কেন্দ্রে থেকে মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করার বিরল অভিজ্ঞতার কিছু দিক তুলে ধরা হয়েছে এ বইয়ে। পাশাপাশি সেদিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের প্রাসঙ্গিক বিশ্লেষণও করা হয়েছে।বাঙালির জীবনে এক অনন্য বসন্ত নিয়ে এসেছিল ১৯৭১ সাল। আর তা সম্ভব হয়েছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই মুক্তিযুদ্ধ পরিচালনা করতে গিয়ে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারকে সে সময় কতটা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে, তার কিছু কৌতূহলোদ্দীপক বিবরণ পাওয়া যাবে এই বইয়ে।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button