বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

ভাষার লড়াই থেকে মুক্তিযুদ্ধ – মাহবুবুল হক

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ 

ভাষার লড়াই থেকে মুক্তিযুদ্ধ

মাহবুবুল হক

অনুপম প্রকাশনী

২০১৬

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

One Comment

  1. কিছু কথা
    হাজার বছরের ঐতিহ্য বাঙালির ।
    বাংলার মাটি-জল বাংলাকে দিয়েছে অফুরন্ত সৌন্দর্য।
    দিয়েছে অজস্র ফসলের সম্পদ।
    এই সম্পদ এ দেশে আকর্ষণ করেছে নানা জাতির লােককে।
    নানা জাতির সংস্কৃতির যােগে সমৃদ্ধ হয়েছে এ দেশের ভাষা ও সংস্কৃতি।
    নানা প্রতিকূলতার মধ্যেও বাঙালি গড়ে তুলেছে এক অসাম্প্রদায়িক জীবন
    চেতনা।

    কিন্তু ১৯৪৭ সালে সাম্প্রদায়িক ভেদবুদ্ধিতে ভাগ করা হলাে অবিভক্ত
    বাংলাকে।
    পূর্ব বাংলাকে যুক্ত করা হলাে সাম্প্রদায়িক কৃত্রিম রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে।
    শাসন ক্ষমতায় এল পশ্চিম পাকিস্তানি শাসকগােষ্ঠী।
    তারা পূর্ব বাংলার ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত হানল।
    লুটতে থাকল এখানকার সম্পদ।
    পূর্ব বাংলার ওপর চাপিয়ে দেওয়া হলাে অগণতান্ত্রিক শাসন ও শােষণ।
    বাঙালি রুখে দাঁড়াল এর বিরুদ্ধে।
    সামিল হলাে বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে।
    রক্ত দিয়ে আদায় করল বাংলা ভাষায় কথা বলার অধিকার।

    কিন্তু বাঙালির ওপর দমন-পীড়ন চলতেই থাকল।
    ভাষার লাড়াই তাই পরিণত হলাে স্বাধিকারের লড়াইয়ে।
    সে লড়াইকে অস্ত্র দিয়ে নিষ্ঠুর হাতে দমন করতে চাইল পশ্চিম পাকিস্তানির
    শাসকরা ।
    শুরু হলাে মুক্তিযুদ্ধ।
    ভাষার লড়াই থেকে মুক্তিযুদ্ধের বিজয়ের সেই ঘটনাপ্রবাহ বলা হয়েছে এই
    বইয়ে।
    বলা হয়েছে নতুন প্রজন্মের কিশাের-তরুণদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button