বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

রাইফেল, রোটি, আওরাত – আনোয়ার পাশা

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ 

রাইফেল, রোটি, আওরাত

আনোয়ার পাশা

স্টুডেন্ট ওয়েজ 

আনোয়ার পাশা (এপ্রিল ১৫, ১৯২৮ – ডিসেম্বর ১৪, ১৯৭১); কবি, কথা সাহিত্যিক এবং শিক্ষাবিদ।

মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস রাইফেল, রোটি, আওরাতের রচয়িতা।

১৯৭২ সালে বাংলা একাডেমী পুরস্কার পান (মরণোত্তর)।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর, মুক্তিযুদ্ধে বাংলাদেশে বিজয়ের একদিন আগে বাংলাদেশের ঢাকার মিরপুরের বধ্যভূমিতে পাকিস্তান সামরিক বাহিনীর সহযোগী আল বদর বাহিনীর সদস্যদের হাতে তিনি শহীদ হন।

৩রা নভেম্বর ২০১৩, চৌধুরী মুঈনুদ্দীন এবং আশরাফুজ্জামান খানকে ১৯৭১ সালের ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে আনোয়ার পাশা সহ ১৮ জন বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রাইফেল রোটি আওরাত উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button