আজাদুর রহমান চন্দন

আজাদুর রহমান চন্দন পেশায় সাংবাদিক। যদিও একাডেমিক দিক দিয়ে তিনি একজন কৃষিবিদ। বর্তমানে বহুল প্রচারিত জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম বার্তা সম্পাদক। এর আগে বার্তা বিভাগের শিফট ইন-চার্জ হিসেবে কাজ করেছেন জাতীয় দৈনিক সমকাল-এ। ছাত্রাবস্থায়ই সাংবাদিকতা শুরু ১৯৮৮ সালে সাপ্তাহিক একতায় খণ্ডকালীন সাব-এডিটর হিসেবে। সাংবাদিকতার পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ, পরিবেশ ও উন্নয়ন বিষয়ে গবেষণাধর্মী কাজে যুক্ত। তার প্রকাশিত গ্রন্থ ‘একাত্তরের ঘাতক ও দালালরা’ (জাতীয় সাহিত্য প্রকাশ), ‘বিপন্ন পৃথিবী : জল জলবায়ু ও জীবন’ (জাতীয় সাহিত্য প্রকাশ) এবং ‘গণহত্যা ও যুদ্ধাপরাধ ১৯৭১’ (স্বরাজ প্রকাশনী)। এ ছাড়া ‌’কমরেড মণি সিংহ স্মারকগ্রন্থ’ ও মণি সিংহের ‘জীবন-সংগ্রাম’ (অখন্ড সংস্করণ) গ্রন্থ দুটি সম্পাদনা করেছেন তিনি। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ তার লেখা বইয়ের ব্যাপক সহায়তা নিয়েছে। বেশ কয়েকটি মামলায় তার বই দালিলিক প্রমাণ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পেশও করে রাষ্ট্রপক্ষ। একাত্তরের আলবদরপ্রধান মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া রায়েও এর উলে­খ আছে।

Back to top button