বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

একাত্তরের ঘাতক ও দালালরা – আজাদুর রহমান চন্দন

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

একাত্তরের ঘাতক ও দালালরা

আজাদুর রহমান চন্দন

২০০৯

সাংবাদিক আজাদুর রহমান চন্দনের মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণাগ্রন্থ ‘একাত্তরের ঘাতক ও দালালরা’। এই বইটি একাত্তরে সংঘটিত যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের একটি অসামান্য প্রামাণ্য দলিল। প্রতিটি বিষয় উপস্থাপনায় লেখক ঘাতকদের যুদ্ধাপরাধ ও নৃশংসতার প্রমাণ হিসেবে হাজির করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি, ১৯৭১ সালে প্রকাশিত দেশি-বিদেশি সংবাদপত্রের কাটিং, ১৯৭১-এ পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিন্ডিতে পাঠানো গোপন প্রতিবেদন, মার্কিন গোপন দলিল, ঢাকা গেজেট ইত্যাদি। বইয়ের বড় আকর্ষণ অসংখ্য দলিলের ইমেজ।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button