সাইদুজ্জামান রওশন

দন্ত্যস রওশন নামে লোকে চেনে তাকে। আসল নাম সাইদুজ্জামান রওশন। সাইদুজ্জামানের স-কে বানান করে লেখা হয় দন্ত্যস। বাকিটা থেকে যায় আগের মতোই। তার পরিচিতি অনুকাব্যের জনক হিসেবে। সেই পরিচয়ের বাইরে তিনি একজন লেখক। বাক্যের স্রোতে তিনি পাঠককে নিয়ে যান তার তৈরি করা জগতে। যে জগত যেমন তার নিজের, তেমনি পাঠকেরও। ‘১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি’ বইটি একাত্তরের ঘাতক দালালদের অপরাধের একটি প্রামাণ্য দলিলগ্রন্থ, এটি তাঁর একটি গুরুত্ব পূর্ণ দালিলিক গ্রন্থ।

Back to top button