বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

১৯৭১ – ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি – সাইদুজ্জামান রওশন

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

১৯৭১ – ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি

সাইদুজ্জামান রওশন

১৯৯৩

বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবময় অধ্যায় একাত্তরের মুক্তিযুদ্ধ। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এ স্বাধীনতা। আমাদের মহান মুক্তিযুদ্ধে মুষ্টিমেয় ঘাতক-দালাল অর্থাৎ বর্বর পাকবাহিনীর এদেশীয় দোসররা ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। এই স্বাধীনতা বিরোধী নর পিশাচের দল আজ আবার খামচে ধরেছে জাতির পতাকা। স্বাধীন বাংলাদেশকে আবার তারা পাকিস্তান বানাতে প্রস্তুত। তাই একাত্তরের কর্মকাণ্ডের মত আবার ‘জেহাদী জোসে’ এগিয়ে এসেছে জানোয়ারের দল। পবিত্র ধর্মকে পুঁজি করে লিপ্ত হয়েছে ঘৃণ্য ষড়যন্ত্রে, শুরু করেছে ধর্ম ব্যবসায়।

এই সংকটময় মূহুর্তে একাত্তরের চেতনা দিয়েই মোকাবিলা করতে হবে উক্ত অপশক্তিকে। এই বাস্তব পরিস্থিতিতে নতুন প্রজন্মের জন্য ঘাতক দালালদের স্বরূপ জানা অত্যন্ত জরুরী। তাই ঘাতক দালালদের ভূমিকা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে ‘১৯৭১ ঘাতক-দালালদের বক্তৃতা ও বিবৃতি’ বইটিতে। একাত্তরের ঘাতক দালালরা যে সমস্ত বক্তৃতা, বিবৃতি দিয়েছিল সে সমস্ত বিষয়ের উল্লেখযোগ্য অংশগুলো উপস্থাপন করা হয়েছে এতে। পাঠক বইটি পাঠ করে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রতি ঘৃণা এবং সেই অপশক্তিকে নির্মূল করার প্রয়াস পাবে এটিই প্রত্যাশা।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button