বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

অসমাপ্ত মুক্তিযুদ্ধ কর্ণেল তাহের ও জাসদ রাজনীতি – রচনা ও সম্পাদনা আলতাফ পারভেজ

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

অসমাপ্ত মুক্তিযুদ্ধ কর্ণেল তাহের ও জাসদ রাজনীতি

রচনা ও সম্পাদনা আলতাফ পারভেজ

১৯৯৫

এই বই মূলত তিনটি খণ্ডে বিভক্ত। শুরুতে উপস্থাপিত হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর ‘গৌরবোজ্জ্বল’ প্রথম অর্ধযুগের ইতিহাস সম্পর্কে একটি গবেষণা প্রতিবেদন এবং বীর উত্তম কর্নেল আবু তাহের হলেন এ প্রতিবেদনের কেন্দ্রীয় চরিত্র। এর সঙ্গে যুক্ত হয়েছে সামরিক আদালতে প্রদত্ত কর্নেল তাহের ও হাসানুল হক ইনু’র জবানবন্দি এবং প্রাসঙ্গিক অনেকগুলো দলিলপত্র। অর্থনৈতিক বৈষম্যের অবসান, রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি ও একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের আকাঙ্খাই সম্ভবতঃ বাঙালি জাতি ও এতদঞ্চলের অন্য সংখ্যালঘু জাতিসমূহকে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধে অস্ত্রধারণ করতে অনুপ্রাণিত করেছিল। দাবি করা হয় যে, যুদ্ধোত্তর সমাজে ঐ অনুপ্রেরণাকে কাজে অনুবাদ করার তাড়না থেকেই জাসদের জন্ম। এককভাবে এ রচনাগুলোতে কর্নেল তাহের নিজেই লেখককে সবচেয়ে বেশি আগ্রাহান্বিত করেছিলেন। শহীদ কর্নেল আবু তাহেরের পরাজয় ও ব্যর্থতা বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাসঘাতকতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে না, বরং সামাজিক রূপান্তরের অনিবার্যতার প্রতি অঙ্গুলি নির্দেশ করে মাত্র। এ দু মলাটের মধ্যে কর্নেল তাহের সম্বন্ধে দীর্ঘ ছয় বছরের গবেষণার ফসল মুদ্রিত অবস্থায় রইল, যা কর্নেল তাহের সম্বন্ধে একটি অভিধান হিসেবে ব্যবহারযোগ্য।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button