বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

ইতিহাসকোষ – সরদার ফজলুল করিম, মুনতাসীর মামুন

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

ইতিহাস কোষ

সরদার ফজলুল করিম, মুনতাসীর মামুন

১৯৮৩

স্বাধীনতার পর সরকারীভাবে সর্বস্তরে বাংলাভাষা প্রচলনের নির্দেশ দেয়া হয়েছিল। বলাই বাহুল্য বাস্তবভাবে এই নির্দেশ পালিত হয়নি। শিক্ষাক্ষেত্রে এই অবস্থা সৃষ্টি করেছে সংকটের। নিম্ন থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অধিকাংশ ছাত্র বাংলায় পরীক্ষা দিচ্ছে, কিন্ত বাংলা পাঠ্যপুস্তকের সংখ্যা অতি নগণ্য। এই অভাব এবং বাংলা ভাষার, পাঠ্যপুস্তক বা সহায়ক গ্রন্থাবলী রচনায় পন্ডিতজনদের অনীহা এক্ষেত্রে সৃষ্টি করেছে প্রতিবন্ধকতার। ছাত্রসমাজ এবং আগ্রহী সাধারণ গাঠক এই উদাসীনতার সবচেয়ে বড় শিকার। এই প্রেক্ষিতে আমরা ‘ইতিহাস কোষ” রচনায় সচেষ্ট হয়েছি। আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সচেতন। কিন্তু, তবুও এক্ষেত্রে কিছু না করাকে নিজেদের মনে অপরাধ বলে বোধ হয়েছে। এবং এই মানসিক বোধ থেকেই আমরা কাজটি শুরু করেছি। – সরদার ফজলুল করিম, মুনতাসীর মামুন (১৯৮৩)

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button