৭১’এর জেনোসাইড ও নির্যাতন আর্কাইভবই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

এমন বর্বরতা কখনো দেখেনি কেউ – তাজুল মোহাম্মদ

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

এমন বর্বরতা কখনো দেখেনি কেউ

তাজুল মোহাম্মদ

২০১৮

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সামরিক বাহিনী ও রাজাকারদের সংঘটিত বাঙালির বিরুদ্ধে নৃশংসতার স্মৃতিকথা নিয়ে রচিত বই। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় তাজুল মোহাম্মদের কোনো তুলনা নেই। তিনি ইতিহাসের খোজে চারণের মতো ঘুরে ফিরছেন। বাংলার প্রত্যন্ত জনপদ, তুলে আনছেন মানুষের দুর্ভাগ্য ও অদম্য প্রতিরোধের পরিচয়। অগণিত মানুষের সঙ্গে আলাপচারিতা, সরজমিন অবলোকন দ্বারা তথ্যসমৃদ্ধ হয়ে প্রণীত হয় তাঁর প্রতিটি গ্রন্থ, যেখানে প্রান্তিক ইতিহাসের নানা পরিচয় আমরা পাই। অন্যদিকে তাজুল মোহাম্মদের প্রণীত ভাষ্যসমূহ একত্রে পাঠকালে আমাদের সামনে ফুটে ওঠে ইতিহাসের বড় ছবি। দেশজুড়ে চল্লিশাধিক জনপদে পাকবাহিনী সংঘটিত নৃশংসতার পরিচয় রয়েছে এই গ্রন্থে, হৃদয়-আলােড়িত করা এসব বর্বরতার বয়ান পাঠ করা কঠিন, সেইসাথে এটাও স্মরণ করতে হয় যে-বর্বতা কোনো দেখেনি কেউ সেটা ভুলে যাওয়াও বর্বরতারই নামান্তর। একাত্তরের নশংসতার কথা আমরা হয়তো জানি, তবে সেই বর্বরতার ভয়ঙ্করতা সম্পর্কে ধারণা আমাদের স্পষ্ট নয়। তদুপরি যাদের জন্ম মুক্তিযুদ্ধের অনেক পরে, সমাজে যারা আজ সংখ্যায় গরিষ্ঠ তাদের তো জানার রয়েছে অনেক। আমরা যেন বিস্মৃত না হই গণহত্যার বাস্তবতা, স্মরণে রাখি নৃশংসতার কৃষ্ণগহ্বরে হারিয়ে যাওয়া মানুষদের এবং ইতিহাস থেকে গ্রহণ করি শিক্ষা। সে-কাজই করে চলেছেন তাজুল মোহাম্মদ, বর্তমান গ্রন্থ তার এমন ব্রতের আরেক প্রকাশ, নব প্রজন্মের জন্য বিশেষভাবে পাঠ্য।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button