বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

পিরোজপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস – হুমায়ূন রহমান

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

পিরোজপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস

হুমায়ূন রহমান

২০১১

১৯৭১ সালে পিরোজপুর ছিল বরিশাল জেলার একটি মহকুমা। মুক্তিযুদ্ধে মহকুমাটি ৯ নম্বর সেক্টরের অধীনে ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মতাদর্শে বিশ্বাসী একদল রাজনীতিবিদ ও কিছু রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে অংশ নেয়। পাকিস্তানি হানাদারের সঙ্গে এরা পাকিস্তানের অখণ্ডতা রক্ষার নামে সশস্ত্র তৎপরতায় লিপ্ত হয়। পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসর বাহিনী পাকিস্তানের সংহতি রক্ষার নামে জেলার সর্বত্র চালায় ঘরবাড়িতে অগি্নসংযোগ, নারী নির্যাতন ও গণহত্যা। তাদের নিশ্চিহ্ন করার লক্ষ্যে মুক্তিযোদ্ধারা যে দেশপ্রেম ও বীরত্ব দেখিয়েছেন, তা উপস্থাপন করা হয়েছে এই গ্রন্থে। পরম নিষ্ঠা ও অনুসন্ধানী গবেষণায় মাঠপর্যায়ে পরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্য-উপকরণ বিশ্লেষণ করে মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক হুমায়ূন রহমান এ গ্রন্থটি নির্মাণ করেছেন। এটি পিরোজপুর জেলার মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক প্রথম বই। গ্রন্থে তিনি পিরোজপুর জেলার ৬০০-এর ঊর্ধ্বে পাকিস্তান হানাদার বাহিনীর দোসরদের তালিকা সন্নিবেশ করেছেন। গণহত্যা ও বধ্যভূমির বিবরণ তুলে ধরেছেন যথাযথভাবে। মুক্তিযুদ্ধকালে শান্তি কমিটির রেজুলেশনসহ বেশ কিছু দুর্লভ দলিলপত্র ও চিত্র সংযোজন করেছেন গ্রন্থটিতে।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button