বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

কিশোর বঙ্গবন্ধু থেকে শিশু রাসেল – লুৎফর রহমান রিটন, আতিক রহমান

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ 

কিশোর বঙ্গবন্ধু থেকে শিশু রাসেল

লুৎফর রহমান রিটন, আতিক রহমান

প্রিয় প্রকাশ

 

১৯৬৪ সালের ১৮ই অক্টোবর রাসেলের জন্ম হয় ধানমন্ডি বত্রিশ সড়কের বাসায় আমার শোবার ঘরে। দোতালার কাজ তখনও শেষ হয় নি। বলতে গেলে মা একখানা করে ঘর তৈরি করিয়েছেন। একটু একটু করেই বাড়ির কাজ চলছে। নীচ তলায় আমরা থাকি। উত্তর-পূর্ব দিকের ঘরটা আমার ও কামালের সেই ঘরেই রাসেল জন্ম নিল রাত দেড়টায়। আব্বা নির্বাচনী মিটিং করতে চট্টগ্রাম গেছেন। ফাতেমা জিন্নাহ প্রেসিডেন্ট প্রার্থী। সর্বদলীয় এক্য পরিষদ আইয়ূব খানের বিরুদ্ধে একটা মোর্চা করে নির্বাচনে নেমেছে। প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল। তখনকার দিনে মোবাইল ফোন ছিল না। ল্যান্ড ফোনই ভরসা। রাতেই যাতে আব্বার কাছে খবর যায় সে ব্যবস্থা করা হয়েছে। রাসেলের জন্মের আগের মুহূর্তগুলি ছিল ভীষণ উৎকণ্ঠার। আমি, কামাল, জামাল, রেহানা ও খোকা কাকা বাসায়। বড় ফুফু ও মেজফুফু মার সাথে। একজন ডাক্তার ও নার্সও এসেছেন। সময় যেন আর কাটে না। জামাল আর রেহানা কিছুক্ষণ ঘুমায় আবার জেগে উঠে। আমরাও ঘুমে ঢুলু ঢুলু চোখে জেগে আছি নতুন অতিথির আগমন বার্তা শোনার অপেক্ষায়। মেজফুফু ঘর থেকে বের হয়ে এসে খবর দিলেন আমাদের ভাই হয়েছে। খুশিতে আমরা আত্মহারা। কতক্ষণে দেখব । ফুফু বললেন তিনি ডাকবেন। কিছুক্ষণ পর ডাক এলো। বড় ফুফু আমার কোলে তুলে দিলেন রাসেলকে । মাথা ভরা ঘন কালো চুল। তুলতুলে নরম গাল। বেশ বড়সড় হয়েছিল রাসেল। মাথার চুল একটু ভেজা মনে হল। আমি আমার ওড়না দিয়েই মুছতে শুরু করলাম। তারপরই একটা চিরুনী নিলাম মাথার চুল আচড়াতে। মেজফুফু নিষেধ করলেন, মাথার চামড়া খুব নরম তাই এখনই চিরুনী দেয়া যাবে না। হাতে আঙ্গুল বুলিয়ে সিথি করে দিতে চেষ্টা করলাম।

– শেখ হাসিনা

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button