বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

খোকা থেকে বঙ্গবন্ধু – বদিউজ্জামান চৌধুরী

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ 

খোকা থেকে বঙ্গবন্ধু

বদিউজ্জামান চৌধুরী

কথামেলা প্রকাশন

আমাদের জাতীয় ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুমহান নেতৃত্বে আমরা পেয়েছি স্থাধীন সার্বভৌম আবাসভূমি বাংলাদেশ। বঙ্গবন্ধু তার অসামান্য গুণাবলীর দ্বারা বিশ্বের অবিস্মরণীয় মহান নেতাদের কাতারে নিজেকে প্রতিষ্ঠিত করে গেছেন। তাঁর গোটা জীবন ছিল ইতিহাসের অতুলনীয় এক মহাকাব্যের মতো। এ মহান ব্যক্তিত্বের জীবন নিয়ে প্রচুর গ্রন্থ রচিত হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। অতি সম্প্রতি বঙ্গবন্ধু লিখিত অসমাপ্ত আত্মজীবনীও প্রকাশ পেয়েছে। জাতীর জনক বঙ্গবন্ধুর জীবনীর বিভিন্ন দিক নিয়ে রচিত ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ শুধু এতিহাসিক তথ্য নির্ভর দালিলিক গ্রন্থই নয়, এতে রয়েছে বঙ্গবন্ধুর পরিবারের পরিচিতি। সুদূর অতীত থেকে এ পরিবারের সমাজের প্রতি দায়বদ্ধতাও সংগামী ইতিহাস সমৃদ্ধ বংশচরিত ও বংশলতিকা। বাঙালী মুসলিম পরিবারের বংশচরিত ও বংশলতিকা রচনা করা বড়ই দুরূহ কাজ কারণ এদেশে মুসলিম পরিবারগুলিতে লিখিতভাবে বংশ বৃত্তান্ত বা কুর্শিনামা (বংশলতিকা) রাখার প্রবণতা একরকম নেই বললেই চলে। লেখক প্রায় দুই দশক শ্রম দিয়ে শেখ পরিবারের বংশচরিত ও বংশলতিকা রচনা করে এ বইয়ে সংযোজন করে বইটিকে অনন্যসাধারণ করে তুলেছেন। বঙ্গবন্ধুর পরিবার নিয়ে বদিউজ্জামান চৌধুরীর এ প্রয়াশই বাংলাদেশের লেখকদের মধ্যে সর্বপ্রথম বলে আমি মনে করি।

গ্রন্থকার বদিউজ্জামান চৌধুরী বঙ্গবন্ধুকে দেখেছেন কাছ থেকে ছাত্রাবস্থায় ও যৌবনে । ফরিদপুর রাজেন্দ্র কলেজে পড়া অবস্থায় লেখক বৃহত্তর ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ফলে বঙ্গবন্ধুকে ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ পেয়েছিলেন। এ ছাড়া বঙ্গবন্ধুর পরিবারের সাথে লেখকের পরিবারের কয়েক প্রস্থ প্রত্যক্ষ ও পরোক্ষ আত্মীয়তা থাকায় লেখকের পক্ষে সম্ভব হয়েছে এমন একটি অনবদ্য রচনা প্রকাশ করার । ছাত্র রাজনীতির পাশাপাশি ষাটের দশকে সাংবাদিকতার মতো মহান পেশার সাথে সম্পৃক্ত থাকার কারণে তার রচনায় বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন নির্মোহভাবে, ব্যক্তিগত অভিমত ও আবেগকে প্রশ্রয় দেননি। এমনকি বঙ্গবন্ধুর সাথে তার ব্যক্তিগত কিছু ঘটনা যা এ বইয়ে স্থান পেয়েছে তার বর্ণনাতেও তিনি এতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে বিচ্যুত হননি। যে মহান উদ্দেশ্য নিয়ে লেখক দীর্ঘদিন শ্রম দিয়ে এ রচনাটি সম্পন্ন করেছেন, আমি আশা করি তা সফল হবে।

– ইতিহাসবিদ জাতীয় অধ্যাপক ড. সালাহউদ্দীন আহমদ

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button