বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

গণমানুষের স্মৃতিতে আমাদের মুক্তিযুদ্ধ – শঙ্করী দাস

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

গণমানুষের স্মৃতিতে আমাদের মুক্তিযুদ্ধ

শঙ্করী দাস

২০১৬

সাতচল্লিশের দেশবিভাগের পর বিশেষ করে বায়ান্নর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালিদের মনে যে ক্ষতের সৃষ্টি হয়েছিল পাকিস্তানি শাসকরা সে ক্ষত উপশমের চেষ্টা তাে করেইনি বরঞ্চ তাদের কার্যক্রমের দ্বারা ক্ষত আরও গভীর থেকে গভীরতর করেছিল। ফলে জন্মলাভ করে বাংলাদেশ। বাঙালি অর্জন করে স্বাধীনতা। স্বাধীনতা অর্জনে বাঙালিকে দিতে হয়েছে চরম মূল্য। দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষা, জেল-জুলুম, অবিচার, অত্যাচার, আন্দোলনসংগ্রামের বিনিময়ে আসে বাংলাদেশ। প্রতিজন বাঙালি এই ইতিহাস অবগত আছেন। বাঙালিদের ওপর পাকিস্তানিদের শেষ নিপীড়ন একাত্তরের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর অবধি।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button