বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

গণহত্যা ১৯৭১ – খালেক বিন জয়েনউদদীন

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ

গণহত্যা ১৯৭১

খালেক বিন জয়েনউদদীন

বর্ণায়ন

একাত্তরে পাকিস্তানি বাহিনীর দোসর ছিল এ-দেশীয় রাজাকার, আলবদর, ও আলশামসের সদস্যরা। ওরা ছিল স্বাধীনতাবিরোধী, রক্তলোলুপ, নারীলোলুপ, হিংস্র। দেশের প্রতিটি জেলায়ই এই দেশদ্রোহীদের হিংস্র থাবা পড়েছিল। এ গ্রন্থটিতে একাত্তরের গণহত্যার সচিত্র ঘটনা উপস্থাপন করা হয়েছে। অধিকাংশ রচনা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি সম্পাদিত বাংলাদেশের গণহত্যা থেকে সংগৃহীত। মুক্তিযুদ্ধের অনেক তথ্য-উপাত্ত গ্রন্থটিতে বিধৃত করা হয়েছে, যা থেকে নতুন প্রজন্ম একাত্তরের গণহত্যা সম্পর্কে জানতে পারবে।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button