বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

গণপরিষদ ও সংসদে বঙ্গবন্ধু – আনু মাহমুদ

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

গণপরিষদ ও সংসদে বঙ্গবন্ধু

আনু মাহমুদ

ন্যাশনাল পাবলিকেশন

পড়ার লিংক

স্বাধীন বাংলাদেশের ইতিহাস বর্ণনা করতে গেলে এই দেশের সমাজের উত্থাপন-পতন, নবজাগরণ ও স্বাধীনতা ইত্যাদির ইতিবৃত্ত বলতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে সর্বাগ্রো ও সর্বত্র স্মরণ করতে হয়। আবার শেখ মুজিব সম্পর্কে কিছু বলতে গেলে কিম্বা তার জীবন ইতিহাস বর্ণনা করতে গেলে তাঁর জন্মভূমি তথা আমাদের জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশের মানূষ, বাংলাদেশের পরিবেশ, সমাজ, ঐতিহ্য সবকিছুই একসঙ্গে সামনে ও পেছনে এসে ভিড় করে। ইতিহাসের মূল লক্ষ্য একটি সমাজ ও জাতি। কিন্তু কোনো কোনো সমাজ বা জাতির মধ্যে এমন ব্যক্তিত্বের আবির্ভাব ঘটে যাঁর কার্যকলাপ সেই সমাজ ও জাতিকে নতুন মাহাত্মে অভিষিক্ত করে, নতুনভাবে আলোড়িত করে, একটি দেশ, সমাজ বা জাতিকে নবম্ম দান করে। বঙ্গবন্ধু শেখ মুজিব এমনই এক অনন্য সাধারণ ব্যক্তি বিশেষের কল্প-বিলাসের অভিব্যক্তি হয় না। হতে পারে না। ইতিহাস এগিয়ে চলে তথ্যের ওপর ভর করে। তথ্যের সাহায্যে সত্যকে প্রতিষ্ঠিত করা হয় বলেই ইতিহাস একটি বিজ্ঞান। ত্যে বিশ্লেসনে একজন আর একজনের সঙ্গে ভিন্নমত পোষণ করতে পারেন। বিশ্লেষণ পদ্ধতি ভিন্ন হতে পারে। কিন্তু ইতিহাসে নিরেট ফল ঘোষণায় নিজস্ব মনগড়া কথা বলবার কোনো অবকাশ নেই। জনগণের সামগ্রিক সংগ্রামকে সামনে রেখে সংগ্রামের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনকে ও তাঁর কালের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও অন্যান্য ঘটনাবলীকে তথ্যের সাহায্যে তুলে ধরলেই বঙ্গবন্ধু ও বাংলাদেশ যে এক ও অভিন্ন, একে অপরের পরিপূরক তা উপলব্ধি করা যাবে। বাঙালির ইতিহাসের এক পর্বের অমর পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । তাঁর অদম্য সাহস ও অকুণ্ঠ পরিশ্রম, গভীর আত্মবিশ্বাস ও কাঠোর আত্মত্যাগ, সাংগঠনিক শক্তি ও নেতৃত্বদানের ক্ষমতা মানুষের আপনজন হওয়ার ও তাদের বিশ্বাস উৎপাদনের পারঙ্গমতা- এসবই তাঁকে রাজনৈতিক কর্মী থেকে জননায়কে রূপান্তরিত করেছিলো। তিনি নিজের বাঙালি সত্তার উন্মোচন ঘটিয়েছিলেন, দেশবাসীকে অনুপ্রেরণা দিয়েছিলেন সেই সত্তার জাগরণ ঘটিয়ে স্বাধীন ও সার্বভৌম স্বদ্শেভূমি গড়ে তুলেছিলেন। (ফ্ল্যাপে লেখা কথা)

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button