বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

দিনলিপি একাত্তর – কাজী ফজলুর রহমান

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

দিনলিপি একাত্তর

কাজী ফজলুর রহমান

১৯৯৭

২৫ মার্চ ১৯৭১ তারিখের দিনলিপিতে তিনি লিখেছেন : “নিঃসন্দেহে সকল ঘটনা একটা চূড়ান্ত ক্লাইমেক্সের কাছাকাছি এসে গেছে। যা দেখেছি, যা অনুভব করছি-তা আমার মনে হচ্ছে লিখে রাখা ভাল হবে। পাকিস্তান বলে আর কোন দেশ নেই। এখন যা হচ্ছে, একটি বিদেশী সেনাবাহিনী বাংলাদেশে কিছুদিন ঘাঁটি গেড়ে আছে। শেখ চেষ্টা করছেন একটা আপোষের মাধ্যমে, যত কম রক্তক্ষয়ে, এই বিদেশী বাহিনীকে তাড়ানো যায়। তার স্নগে আরো একটি ভয়ও রয়েছে, দেশ যদি স্বাধীন করা হয়, দেশজুড়ে সংঘর্ষ শুরু হয়, হয়তোবা নেতৃতে ধরে রাধা সমস্যা হতে পারে।” এভাবে ৩ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর ‘৭১ পর্যন্ত, মাঝে মাঝে বাদ দিয়ে, দিনলিপি লিখে গেছেন কাজী ফজলুর রহমান। চলমান ঘটনাবলীর মাঝখানে বসে সে ঘটনাবলীকে তিনি যেভাবে প্রত্যক্ষ করেছেন, উপলব্ধি বা মূল্যায়ন করেছেন তা-ই লিপিবদ্ধ করেছেন। সময়ের ব্যবধানে সে দিনলিপি প্রকাশ করতে গিয়ে তৎকালীন ঘটনাবলীর উপর আলাদা কোন মহিমা আরোপ করেননি। অপ্রিয় সত্যকে, কথার ঘেরাটোপ না পরিয়ে, অপ্রিয়ভাবেই তুলে ধরা হয়েছে। সময়ের সঠিক ও সম্পূর্ণ চেহারাটি চিনতে নতুন প্রজন্মের পাঠকদের সাহায্য করতে এ-বইটি।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button