বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

বাংলাদেশের স্বাধীনতা কূটনৈতিক যুদ্ধ – আবু সাইয়িদ

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ

বাংলাদেশের স্বাধীনতা কূটনৈতিক যুদ্ধ

আবু সাইয়িদ

বাংলা একাডেমি

২০১৪

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে সামরিক বিজয় অর্জনকেই মুখ্য বিবেচনা করা হয়। কিন্তু সামরিক যুদ্ধের আড়ালে বিশ্বব্যাপী যেভাবে ও যে মাত্রায় কূটনৈতিক গোপন দলিলপত্র, তথ্য-উপাত্ত, পত্রলিপি কিংবা অপ্রকাশিত কথোপকথন খোঁজ পাওয়া যায় তা মুক্তিযুদ্ধের একটি নতুন চিত্র আমাদের সামনে ফুটিয়ে তোলে।’ সভাপতি শামসুজ্জামান খান বলেন, ‘আবু সাইয়িদের এই বই মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় নতুন সংযোজন।’ গবেষণাগ্রন্থটি ৯টি ভাগে বিভক্ত। বইটির বিভিন্ন অধ্যায়ে ১৯৪৭-৭১ সময়কালে পাকিস্তানের কূটনৈতিক বিভিন্ন পর্যায় এবং উপমহাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন ও চীনের কূটনৈতিক তৎপরতা, মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার বিশ্লেষণ ইত্যাদি রয়েছে।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button