বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী – মেজর রফিকুল ইসলাম পিএসসি

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ

মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী

মেজর রফিকুল ইসলাম পিএসসি

অনন্যা

১৯৯২

একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকান্ড বাঙালী জাতির রক্তাক্ত অভ্যুদয়ের সকরুন চিত্র। আজ যদি অতিক্রান্ত একাত্তরের দিকে ফিরে তাকাই, তাহলে চোখের সামনে ভেসে ওঠে অন্য আরেক স্বদেশ। ধর্ষণ, হত্যা, প্রতিরোধের ইতিহাস মনে পরে। সেদিন নিরীহ নিরস্ত্র বাঙালী হত্যায় মেতে উঠেছিল পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসর দালাল রাজাকার, আলবদর, আল-শামস নরপশুরা। যাদের হত্যা করা হয়েছিল বাংলাদেশে, দখলদার পাক বাহিনী ও তার দোসরদের হাতে যারা প্রাণ দিয়েছিলেন তাদের কথা আমরা ভূলিনি। জননী জায়া, সন্তান ও সহকর্মীদের চোখ এখনো অশ্রুতে ভিজে ওঠে। প্রতিবছর একটি বিশেষ দিন আমাদের দরজায় কড়া নাড়ে যেন কালো রুমালে মুখ ঢাকা নিষ্ঠুর ঘাতক। বাংলাদেশের শহরে বন্দরে গ্রামে গঞ্জে কত লাখো মানুষ শোকের দূর্বহ বোঝা আজো বয়ে বেড়াচ্ছেন, কত মানুষের দীর্ঘস্বাসে বাংলাদেশের বাতাস ভারী হয়ে উঠছে, আমরা তার নির্ভুল হিসেব আজো জানিনা।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button