বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

স্মৃতি সমগ্র – সরদার ফজলুল করিম

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

স্মৃতি সমগ্র

সরদার ফজলুল করিম

মাওলা ব্রাদার্স

২০১৩

পড়ার লিংকঃ

স্মৃতি সমগ্র ১ম খন্ড

স্মৃতি সমগ্র ২য় খন্ড

স্মৃতিকথা ইতিহাসের মূল্যবান উপকরণ হতে পারে। আরও বিশেষ করে তা যদি বেরিয়ে আসে সরদার ফজলুল করিমের মতো একজনের কলম থেকে, যিনি আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ কালপর্বের সাক্ষী বা প্রত্যক্ষদশীই শুধু নন, ইতিহাস নির্মাণের শরিকও। আজকের বাংলাদেশ নামে পরিচিত ভূখণ্ডটির বিগত প্রায় সাত দশকের অন্তরঙ্গ আলোয় চেনা ও বোঝার পক্ষে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের পাঠকের জন্য সরদার ফজলুল করিমের স্মৃতিচারণধর্মী রচনাগুলোর বিকল্প কমই আছে, একথা একরকম জোর দিয়েই বলা যায় । সরদার ফজলুল করিমের রচনার প্রধান বৈশিষ্ট্য হল পাণ্ডিত্য তাকে কখনো ভারাক্রান্ত করে না । দর্শনের মতো জটিল-কঠিন বিষয়কেও তিনি খুব সহজসরল ভঙ্গিতে উপস্থাপন করতে পারেন, তার স্মৃতিকথা-জাতীয় রচনাগুলোতে যে গুণটি আরও সমুজ্জ্বল হয়ে প্রকাশ পেয়েছে। তার আত্মজৈবনিক রচনা এবং শ্রদ্ধানিবেদন বা স্মৃতিচারণার সূত্রে কিংবা গৃহীত সাক্ষাৎকারের ভিত্তিতে অন্য বিশিষ্টজনদের অভিজ্ঞতার যে-বিবরণ তিনি তুলে ধরেছেন, ভাষার সারল্যে ও বর্ণনার চমৎকারিত্বে তা কেবল পাঠকককে মুগ্ধই করবে না, অনেক অজানা তথ্যের মুখোমুখিও দাঁড় করাবে। লেখকের সমুদয় স্মৃতিকথাজাতীয় রচনার সংগ্রহ দুই খণ্ডে বিন্যস্ত সরদার ফজলুল করিম : স্মৃতি সমগ্র।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button