বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক বাহিনীর প্রভাব বিস্তরণ এলাকার মানচিত্রায়ন – ড. বিবি হাফছা

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঞ্চলিক বাহিনীর প্রভাব বিস্তরণ এলাকার মানচিত্রায়ন

ড. বিবি হাফছা (সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূগোল ও পরিবেশ সমীক্ষণ ৩৮: ২০১৯ (পৃ. ৩১-৪৩)

ব্রাউজারে পড়তে এখানে ক্লিক করুন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। দীর্ঘ নয়মাস এ যুদ্ধ পরিচালিত হয় এবং এ দীর্ঘ সময়ে অনেক জানা এবং অজানা তথ্য রয়েছে যা সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে। এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আঞ্চলিক বাহিনী গুলোর ভূমিকা এবং তাদের অধীনদ্থ এলাকা গুলি মানচিত্রের মাধ্যমে প্রদর্শন করা। যুদ্ধে জয়ী হবার পেছনে এই আঞ্চলিক বাহিনী গুলোর গুরুত্ব অপরিসীম হলেও তাদের গৌরাবান্বিত ইতিহাস অনেকের কাছে অজানা। এ আঞ্চলিক বাহিনীগুলো তাদের নিজেদের শক্তির উপর ভিত্তি করে গড়ে উঠে দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। মুক্তিযুদ্ধের সময় এই বাহিনীগুলো গুরুতৃপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের ইতিহাস চিত্রায়িত করা হয়নি। তাই এই গবেষণার মাধ্যমে, প্রথমত; বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আঞ্চলিক বাহিনীগুলোর তালিকা প্রণয়ন করা ও তাদের ভূমিকা তুলে ধরা; এবং দ্বিতীয়ত; তাদের অধীনস্থ এলাকা মানচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। একটি ইতিহাস ভিত্তিক গবেষণা হিসেবে, গবেষণা টিতে প্রকাশিত বর্ণনামূলক সাহিত্য পর্যালোচনার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রাপ্ত তথ্য ও উপান্তের ভিত্তিতে পরবর্তীতে আর্কম্যাপ ১০.৪.১ সফটওয়ারের মাধ্যমে মানচিত্রায়ন করা হয়েছে। গবেষণাটি মনে করে মানচিত্র গুলো গুরুত্বপূর্ণ ভিজুয়াল ডকুমেন্ট হিসেবে শুধুমাত্র আঞ্চলিক বাহিনীগুলোর অধীনস্থ এলাকা তুলে ধরার ক্ষেত্রে প্রথম প্রয়াসই নয়, বরং মানচিত্র গুলির মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কালীন গৌরবময় আঞ্চলিক বাহিনীগুলোর ভূমিকা বুঝতে সহজে সম্যক হবে।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button