বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

ইতিহাসে বাংলাদেশ – সুব্রত বড়ুয়া

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ 

ইতিহাসে বাংলাদেশ

সুব্রত বড়ুয়া

দিব্য প্রকাশ 

বাংলাদেশের সুখ্যাত প্রকাশনা প্রতিষ্ঠান “আহমদ পাবিলিশিং হাউস’-এর প্রতিষ্ঠাতা- স্বত্বাধিকারী মরহুম মহিউদ্দিন আহমদের আগ্রহ ও অনুপ্রেরণায় আমাদের এই বাংলাদেশ নামে আমি একটি বই লিখেছিলাম । সেটি তার প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয় ১৯৯০ সালের ডিসেম্বর মাসে। কিন্ত মুদ্রিত বইটি তিনি দেখে যেতে পারেন নি। বইটি দেখার পর বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক প্রফেসর মোহাম্মদ হারুন-উর-রশিদ আমাকে পরামর্শ দিয়েছিলেন খুবই সহজ সরল ভাষায় স্বল্পশিক্ষিত মানুষদের পড়ার উপযোগী করে একটি বই লিখতে । তার পরামর্শে বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত লেখা পত্রিকায় “বাংলাদেশের কথা” নামে একটি রচনা ধারাবাহিকভাবে লিখতে শুরু করেছিলাম । কিন্তু অচিরেই বুঝতে পেরেছিলাম সহজভাবে লেখার কাজটি সত্যিই সুকঠিন। তবে লেখাটি সম্পর্কে অনেকেই আগ্রহ দেখান এবং আমিও উৎসাহিত হই ।

ইতিহাসে বাংলাদেশ আমার সেই “বাংলাদেশের কথা’রই মুদ্রিত গ্রন্থরূপ। শেষের দিকে রচনাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয় নি নানা কারণে । সে অংশটুকু পরে লিখতে হয়েছে। এক সময়ে রচনাটি সম্পর্কে উৎসাহও হারিয়ে ফেলেছিলাম । তবু শেষ পর্যন্ত সেটি বই আকারে প্রকাশিত হলো । আমি ইতিহাসের ছাত্র নাই, কেবল একজন উৎসাহী পাঠকমাত্র। ধারাবাহিকভাবে রচনাটি লিখতে গিয়ে বারবার নিজের সীমাবদ্ধতা বুঝতে পেরেছি, কিন্তু মাঝপথে থেমে যাওয়া সম্ভব ছিল না। এ বইটিতে ভুলক্রটি থাকা স্বাভাবিক । সে-সব ভুল- ক্রটির নির্দেশ পেলে কৃতজ্ঞ থাকব । আশা করি, ভবিষ্যতে যোগ্যতর কেউ বাংলাদেশের ইতিহাস বিষয়ে আরও সুন্দর ও আকর্ষণীয় বই লিখবেন ও প্রকাশ করবেন । আমার যেটুকু সাধ্য আমি তা করার চেষ্টা করেছি।

– সুব্রত বড়ুয়া

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button