বই-দলিলপত্র-প্রবন্ধ
Trending

ইতিহাস হত্যা এবং পাঠক্রম ও পাঠ্যবই (১৯৪৯-২০২০) – মুনতাসীর মামুন

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

ইতিহাস হত্যা এবং পাঠক্রম ও পাঠ্যবই (১৯৪৯-২০২০)

মুনতাসীর মামুন

২০২২

আমাদের দেশে পাঠ্য বই-য়ে সব সময় বিকৃতি শুধু নয়, সাম্প্রদায়িকতার বীজ বপন করা হয়েছে সূক্ষ্মভাবে। সামাজিক- রাজনৈতিক ব্যক্তিত্বের অবমূল্যায়ন করা হয়েছে। অধিকাংশ শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা তা মেনে নিয়েছেন। এর ফলে শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় হয়েছে। সার্টিফিকেটধারীর সংখ্যা বেড়েছে, শিক্ষিতের নয়। কয়েকটি জেনারেশন হয়েছে শেকড়হীন জাতিতে মানসিকভাবে যারা উদ্বাস্তু। ১৯৪৭ থেকেই এ কাজটি শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষিত সমাজের একটা বড় অংশ তাই চিন্তা মননে রক্ষণশীল।

ড. মুনতাসীর মামুন পাঠক্রম ও পাঠ্যবইয়ের এই ৭০ বছরের ইতিহাস তুলে ধরেছেন। অজস্র নতুন তথ্যে ঠাসা এ বই সবাইকে চমৎকৃত করবে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে এর আগে কোনাে গবেষণা হয় নি। বাংলাদেশের ইতিহাসের অনেক বিষয় মুনতাসীর মামুন পথিকৃৎ- এর ভূমিকা পালন করেছেন। এ ক্ষেত্রেও তাই করলেন।

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button