বই-দলিলপত্র-প্রবন্ধসকল কনটেন্ট
Trending

মুক্তিযুদ্ধে বরাক উপত্যকার কবিতা ও কবিগান – চৌধুরী শহীদ কাদের

বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

READ

মুক্তিযুদ্ধে বরাক উপত্যকার কবিতা ও কবিগান

চৌধুরী শহীদ কাদের

গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র

ভারতের দক্ষিণ আসামের তিনটি জেলা (কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ)-এর সাধারণ অভিধা বরাক উপত্যকা। বাংলাদেশের সীমান্তবর্তী এই বরাক উপত্যকা একাত্তরে পালন করেছিল এক অনন্য ভূমিকা। একদিকে তারা দিয়েছিল বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় , ত্রাণ ও সেবা, মুক্তিযােদ্ধাদের দিয়েছিল প্রশিক্ষণ ও অত্র । অন্যদিকে এই উপত্যকার সাধারণ মানুষজন গানে-কবিতায় মুক্তিযুদ্ধকে ধারণ। করে একাত্তরে সহমর্মিতার এক অনবদ্য ইতিহাসের জন্ম দিয়েছিল। মুক্তিযুদ্ধকে আমরা জনযুদ্ধ বলি, একাত্তরে এই উপত্যকায় সেই জনযুদ্ধের প্রকৃত রুপ দেখা গিয়েছিল। স্বশিক্ষিত স্থানীয় কবি ও কবিয়ালরা একাত্তরে ভিন্ন এক সাংস্কৃতিক আবহ তৈরি করেছিল বরাকে। প্রায় ১৫ জন কবির পঞ্চাশটি কবিতা ও কবিগান। একাত্তরে করিমগঞ্জ, হাইলাকান্দি, বদরপুর, শিলচরের জনজীবনকে মুখরিত করেছিল। কবিতা ও কবিগানে উঠে আসা সংগ্রামী বাঙ্গালীদের দুঃখ-দুর্দশার বর্ণনা সাধারণ মানুষের মনে অভিঘাত হেনেছিল ভিন্ন এক আবেগে। অন্যদিকে আশ্রয়লাভকারী শরণার্থীদের জীবনে। এগুলাে হারিয়ে যাওয়া মনােবল ফিরিয়ে আনতে সহায়তা করেছিল। (বইয়ের ফ্ল্যাপ থেকে)

 

মন্তব্যসমূহ
বই পড়তে 'মুক্তিযুদ্ধ ই-লাইব্রেরি' এ্যাপটি ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button